বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের আবুল হোসেন বেপারীর বাড়ির মূলভটক ও গোয়াল ঘরের তালা ভেঙ্গে মঙ্গলবার রাতে তিন মাসের উন্নত জাতের গর্ভবর্তী গাভী চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
গৃতকর্তা আবুল হোসেন বেপারীর জানান, মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়ির মূল ফটক, পাকা গোয়াল ঘরের প্রধান দরজা ও গাভীর সাথে ছিকল দিয়ে তালাসহ ৫টি তালা ভেঙ্গে ভেলে চোরেরা। গোয়াল ঘর থেকে তার তিন মাসের গর্ভবতী অস্ট্রেলিয়া জাতের গাভীটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোর সানক্তসহ চোরাই গাভী উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।