More

    বরিশালের বাসা ভাড়া চাওয়ায় ভাড়াটিয়া নারীর জীবন নাশের হুমকি

    অবশ্যই পরুন

    নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডের একটি বাসার ভাড়াটিয়া দীর্ঘ দিন যাবত ভাড়া দেয়া বন্ধ করে দিয়েছেন। বাড়ির মালিক হল্যান্ড প্রবাসী কবির হোসেন আকনের ভাই মোঃ মহিউদ্দিন আকন ও তার আত্মীয় স্বজন গত ১ বছরের বকেয়া বাসা ভাড়ার টাকা চাওয়ায় ভাড়াটিয়া মমতাজ বেগম আশা ও তার লোকজন অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং তাদেরকে দাঁ নিয়া খুন জখমসহ তাদের বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
    গৌরনদী পৌরসভার কসবা মহল্লার বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন আকন অভিযোগ করেন বলেন, আমার ভাই কবির হোসেন আকন দীর্ঘদিন যাবৎ হল্যান্ডে ব্যবসা-বাণিজ্য করিয়া পরিবারসহ বসবাস করিয়া আসিতেছে। আমার ভাই কবির হোসেন আকন ১৯৯৮ সালে বরিশাল শহরের ব্যাপ্টিষ্ট মিশন রোডে সম্পত্তি ক্রয় করে দুই ইউনিটের একটি দোতলা বাড়ি নির্মাণ করেন। আমার ভাই বিদেশে অবস্থান করার কারনে তার শ্বাশুড়ী মমতাজ বেগম আশা উক্ত দালানে বসবাসসহ ভাড়াটিয়াদের ভাড়া উত্তোলন করে দেখাশুনা করে আসছিল। আমার ভাই গত ২০১৯ সালের জানুয়ারী মাসে বাংলাদেশ আসে। তখন আমার ভাই বাড়ি ভাড়ার হিসাব তার শ্বাশুড়ি মমতাজ বেগম আশা’র নিকট চাইলে মমতাজ বাড়ি ভাড়ার হিসাব না দিয়ে নানা তাল-বাহানা ও খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে আমার ভাই বাড়ির মালিক কবির হোসেনকে মমতাজ ভাড়াটিয়া লোকজন দিয়ে বাসা থেকে বের করে দেয়। আমার ভাইকে তার স্ত্রী মমতাজের মেয়ে গত ৩০ জুন তালাক প্রদান করে। বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস থাকার কারনে আমার ভাই বাংলাদেশে আসতে না পারায় আমি (মহিউদ্দিন) আমার ছোট বোন, বড় ভাবি ও খালাতো ভাই মানসু আলী (রফিক) গত সোমবার সকাল ১০টার দিকে ওই বাড়িতে ভাড়ার টাকা উঠাতে যাই। এ সময় মমতাজ বেগম আশা ও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনে আমাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং আমাদেরকে দাঁ নিয়া খুন জখমেরসহ বরিশালসহ বিভিন্ন থানায় চাঁদাবাজী, মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়। হুমকির মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় মোঃ মহিউদ্দিন আকন বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। এ ছাড়া মমতাজ ও তার লোকজন প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে মহিউদ্দিন, তার হল্যান্ড প্রবাসী হল্যান্ড প্রবাসী কবির হোসেন আকর ও তার খালাত ভাই মানসু আলী (রফিক) কে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং জীবন নাশের হুমকি প্রদান করছে। মুঠো ফোনে রেকর্ডকৃত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...