মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপনের রোগ মুক্তি কামনা
এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করা যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রকাশক নুরুল আলম বাবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত দোয়া-মিলাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস,
কোষাধ্যক্ষ জামিল মাহামুদ, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ,
সদস্য সৌরভ হোসেন,মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিয়ালী,
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান,
সাংবাদিক জিএম জসিম হাসান, লিজন মেহেদী হাসান, ফাহাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ বেল্লাল হোসেন।