More

    পাটকল বন্ধের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

    অবশ্যই পরুন

    দেশের ২৬টি পাটকল বন্ধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

    আজ সোমবার (২০ই) জুলাই বেলা এগারটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলার সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে ও সিপিবি’র সদস্য অধ্যাপক বিপ্লব দাসের সঞ্চালনায় বক্তব্য

    রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিশ্বনাথ দাস মুন্সী, বাসদ’র জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্ত্তী, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য অধ্যাপক বীরেন রায় এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল

    (বাসদ) মাক্সবাদী বরিশাল জেলা আহ্বায়ক সাইদুর রহমান। সভায় বক্তারা ২৬টি পাটকল বন্ধ ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে পাটকল বন্ধের ঘোষণা বাতিল করা না হলে জোড়ালো আন্দোলনের করার কথা উল্লেখ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল

    অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক...