More

    ঈদ পরবর্তী যাত্রায় বরিশালের লঞ্চঘাটে জেলা প্রশাসনের নিবিড় মনিটরিং*

    অবশ্যই পরুন

    করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও ঈদ যাত্রা ও ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে শুরু থেকেই বরিশাল জেলা প্রশাসন নিয়মিতভাবে কঠোর মনিটরিং করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৮ আগস্ট বিকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলো যাত্রী তুলছে কিনা এবং নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত এর চেয়ে বেশি যাত্রী তুলছে কিনা তা মনিটরিং করার জন্য বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান-এর নির্দেশনায় লঞ্চঘাট এলাকায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন এর পক্ষ থেকে মোবাইল কোর্ট টিম মাঠে অবস্থান নেন। আজ বরিশাল লঞ্চ ঘাটে ছিলো ঢাকামুখী মানুষের ঢল। কর্তব্যরত মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার জানান যে জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান স্যারের নির্দেশনায় ঈদ ফেরত যাত্রীদের যাত্রাপথ নির্বিঘ্নে করতে আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান জানান যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও বিআইডব্লিউটিএ কে নির্দেশনা দেয়া হয়েছে কেউ যাতে অতিরিক্ত যাত্রী তুলতে না পারে।অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, ঢাকামুখি লঞ্চে যাত্রীদের চাপ বেশী থাকায় নির্ধারিত সময়ের আগেই সবগুলো লঞ্চ নদী বন্দর ত্যাগ করে। স্বাস্থ্য বিধি রক্ষায় যাত্রী এবং লঞ্চ কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেয়া হয় বলে তিনি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম উপলক্ষে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

    জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের আওতাধীন ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ...