বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে খেয়া (ট্রলার) থেকে পরে এক ব্যক্তি নিঁখোজ হয়েছেন।
সূত্র জানায়, আজ সকালে পৌনে দশ টায় চরকাউয়া খেয়াঘাটের বরিশাল প্রান্ত থেকে নদী পার হওয়ার উদ্দেেশ্যে খেয়া ট্রালারে ওঠেন ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরফ্যাশনের মৃত সুলতান আহমেদের ছেলে ফয়েজ মাহমুদ। ট্রলার চলাকালীন সময়ে তিনি হঠ্যাৎ নদীতে পরে যায়।
পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিঁখোজ ফায়েজকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।