More

    কীর্তনখোলার চরকাউয়া খেয়া থেকে পরে একজন নিখোজ

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে খেয়া (ট্রলার) থেকে পরে এক ব্যক্তি নিঁখোজ হয়েছেন।

    সূত্র জানায়, আজ সকালে পৌনে দশ টায় চরকাউয়া খেয়াঘাটের বরিশাল প্রান্ত থেকে নদী পার হওয়ার উদ্দেে‌শ্যে খেয়া ট্রালারে ওঠেন ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরফ্যাশনের মৃত সুলতান আহমেদের ছেলে ফয়েজ মাহমুদ। ট্রলার চলাকালীন সময়ে তিনি হঠ্যাৎ নদীতে পরে যায়।

    পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিঁখোজ ফায়েজকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফ্যাসিস্ট আ’লীগের একাধিক নেতাকর্মীকে আটক করায় রোষানলে এসআই আবুল কালাম আজাদ!

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে ডেভিল হান্ট অভিযানে একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করায় থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম...