মেহেন্দিগঞ্জের মাসকাটা নদী থেকে অজ্ঞাতনামা কন্যা শিশুর গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার সময় পাতারহাট স্টীমারঘাট নতুন লঞ্চঘাট এলাকার মাসকাটা নদী থেকে লাশটি উদ্ধার করেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবিদুর রহমান’র নেতৃত্বে পুলিশের টিম। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। শিশুটির বয়স অানুমানিক ৫ বৎসর।