More

    বরিশালে বাসদের অক্সিজেন ব্যাংকে যুক্ত হয়েছে আরো ৪টি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্ট্রটর

    অবশ্যই পরুন

    হোম কেয়ারের জন্য করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত রোগীদের জন্য আমেরিকান জর্জিয়া প্রবাশী বরিশালের সন্তান ডাক্তার মোঃ আনায়ারুল হকের সার্বিক সহযোগীতায় প্রেরন করা বরিশালে প্রথমবারের মত সাধারন অসহায় করোনা আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষনিক বাসা-বাড়িতে গিয়ে সেবা দেয়ার জন্য (হোম কেয়ার) অত্যাধুনিক অক্সিজেন কনসেন্ট্রটর মেসিনের মাধ্যমে সেবা দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল আহবায়ক কমিটি।

    আজ সোমবার (১৭ই) আগস্ট সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অত্যাধুনিক অক্সিজেন কনসেন্ট্রটর মেসিনের মাধ্যমে সেবা প্রদান করার কার্যক্রমের উদ্ধোধন করা সহ করোনা রোগীদের সেবা প্রদান করার ঘোষনা করেন।

    অক্সিজেনের অভাবে ঝড়ে যাবে না কোন প্রাণ। করোনা মহামারি প্রতিরোধে বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকের ৫০তম দিনে অক্সিজেন ব্যাংকে যুক্ত করা হয়েছে আরো ৪টি অত্যাধুনিক অক্সিজেন কনস্ট্রেটর।

    জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে এসময় করোনাকালীন সময়ে নগরের শতাধিক মানুষকে দিন-রাত অক্সিজেন সরবরাহ করার মাধ্যমে বিভিন্ন করোনা রোগীদের সেবা দেয়ার বিষয়গুলো তুলে ধরেন জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।

    তিনি এসময় আরো জানান, এই অত্যাধুনিক কনসেন্ট্রটর মেসিন ঢাকার সিএইচএম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকতে পারে বলে ধার ধারনা থেকে বলেন।

    এছাড়া বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের অন্য কোথাও সরকারী-বেসরকারীভাবে কোন চিকিৎসা কেন্দ্রে এই কনসেন্ট্রটর মেসিন নেই।

    কনসেন্ট্রটর মেসিনে রিফিল বদলানো লাগবে না। শুধু বিদ্যুৎ থাকলেই চলবে বলে তিনি অবহিত করেন। এসময় আরো বক্তব্য রাখেন, বরিশাল ইসলামীয়া কলেজের (অবঃ) অধ্যাপিকা ফয়জুন নাহার শেলী তিনি এসময় বলেন, তার ভাই ডাঃ আনায়ারুল হক একজন আমিরিকান জর্জিয়া প্রবাশী তারা সেখানে এই করোনাকালীন সময়ে চিকিৎসক বন্ধুদের নিয়ে এধরনের মেসিন সরবরাহ করার মাধ্যমে সেবা প্রদান করেছে।

    তাই তিনি বর্তমান বৈশ্বিক করোনা সংক্রান্ত মহামারি ও বরিশালের অসহায় সাধারন মানুষদের সেবা দেয়ার জন্য ভাইদের প্রতি অক্সিজেন কনসেন্ট্রটর মেসিনের দাবী করেন।

    ফয়জুন নাহার শেলীর চিকিৎসক ভাই বন্ধুদের সহায়তার মাধ্যমে আমিরিকা থেকে পাঠানো এই মেসিন বরিশালে মানব সেবা কল্যানের জন্য ৪টি মেসিন বরিশাল বাসদের অক্সিজেন ব্যাংকের প্রতিনিধিদের কাছে হস্তান্ত করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...