সাম্প্রদায়িক, মৌলবাদী,জঙ্গিবাদী ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও। রাষ্ট্রের সকল সেক্টরের দূর্নীতি লুটপাট বন্ধ কর। কলে কারকারখানা ছাঁটায়,চ্যাকুরীচ্যূত চলবে না।
সন্ত্রাস নিমূল কর,বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করার ৪টি বানি নিয়ে বাংলাদেশের তৎকালীন সাধারন সম্পাদক ও বর্তমান সভাপতি (সাবেক মন্ত্রী) কমরেড রাসেদ খান মেনন হত্যা চেষ্টার ২৮তম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর ফকিরবাড়ি রোডস্থ জেলা ওয়াকার্স পার্টির আয়োজনে দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক (সাবেক সংসদ সদস্য) এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, জেলা ওয়াকার্স পার্টি নেতা কমরেড জাকির হোসেন,কমরেড শাহজাহান তালুকদার, কমরেড মোজাম্মেল হক ফিরোজ, অধ্যক্ষ (অবঃ) আব্দুল মোতালেব হাওলাদার, জাহাঙ্গীর চৌধুরী,যুবনেতা নজরুল ইসলাম,ছাত্রনেতা শামিল শাহরুখ তমাল ও মিন্টু দে প্রমুখ।
বক্তরা এসময় বলেন জন নেতা কমরেড রাসেদ খান মেনন হত্যাপ্রচেষ্টার ২৮ বছন অতিবাহিত হলেও আজ পর্যন্ত এর সঠিক বিচার পাওয়া যায়নি।
অপরদিকে বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরাবর বলে এসেছে দেশে বিচারবহির্র্ভূত এসকল হত্যা,গুম, গ্রেফতারকৃতকে আদালতের সামনে হাজির না করা সংধিানের মৌলিক অধিকার লঙ্ঘন করা।
এতে তার বিচার পাবার অধিকারই ক্ষুন্ন করে না, তার জীবনের অধিকারকে ক্ষুন্ন করে। এধরনের কৌশলে রাষ্ট্রযন্ত্র ও সমাজকে বিপদাপন্ন করার কারনেই আজকে মেজর নিহা রাসেদের নির্মম হত্যাকান্ডে প্রমান করে।