বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার গ্রামের গৌরাঙ্গ মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (১৬) পাশের বাড়ৈ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করলেও না পেয়ে বাড়ৈ বাড়ির পুকুরে অন্য বাড়ির লোকজন গোসল করতে নেমে হৃদয়কে তলিয়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অনামিকা রায় হৃদয়কে মৃত ঘোষনা করে। হৃদয়ের পরিবার জানায়, হৃদয় মৃগী রোগে আক্রান্ত ছিল। যার কারনে পানিতে নেমে আর উঠতে পারেনি। পুলিশ হৃদয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।