বরিশালের আগৈলঝাড়ায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, গত ১৭ আগস্ট উপজেলার ডাকবাংলো এর সভা কক্ষে ইউএসএআইডি, ইউকেএইড এর যৌথ অর্থায়নে কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের কারিগরি সহায়তায় রুপান্তরের সহযোগী সংগঠন হিসাবে আভাস বরিশাল জেলার ১০টি উপজেলায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সংগঠনকে উদ্বুদ্ধকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সেই কাজের অংশ হিসেবে উপজেলা প্লাট ফরম গঠন সভা অনুষ্ঠিত হয়। হরে কৃষ্ণ রায় পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি নুর আলম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, শিক্ষক দীনেশ চন্দ্র ঘটক, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, ইউপি সদস্য ইসাহাক পাইক, সান্তনা বেগম, বিবাহ রেজিষ্টার মোঃ মনিরুজ্জামান মনির, নারী নেত্রী সুমা কর প্রমুখ। নারী ও শিশু নির্যাতনের অবস্থা ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন প্রকল্পের কর্মী নারগীস পারভীন মুক্তি। পরে সর্বসম্মতিক্রমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়। বক্তারা বলেন, এলাকার জনগনকে সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা যার মুল বিষয় হলো সরকারী ও স্থানীয় প্রশাসনের সাথে এ্যাডভোকেসী করা, যাতে এই সকল নির্যাতনকারীদের আইনের আওতায় আনা হয় এবং এই বিষয়ে যে সকল আইন আছে তা সঠিক ভাবে বাস্তবায়ন করা হয়।