More

    বরিশালে ২টি অবৈধ ড্রেজার ধ্বংস করলেন এসিল্যান্ড

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নের চরনেহালগঞ্জে ২টি অবৈধ ড্রেজার ধ্বংস করলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসান।

    আজ ১৯ আগস্ট বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন এর চর নেহালগঞ্জ, চাষি পতাং আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান।

    অভিযান চালিয়ে দুটি অবৈধ ড্রেজার জব্দ করেন। এসময় ড্রেজার কোন মালিক পাওয়া যাইনি, পরে জব্দকৃত ড্রেজার ধ্বংস করা হয়।

    অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন।

    গত ৪ মাসে অভিযান চালিয়ে ৮ টি ড্রেজার জব্দ ৩ জনকে কারাদণ্ড ১ লক্ষ ২০ হাজারটাকা জরিমানা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ওই ড্রেজার দুটি ধ্বংস করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব একটি টিম।

    এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বন্দর থানা পুলিশের একটি টিম। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...