More

    আগৈলঝাড়ায় মায়ের বিষপানের পর ছেলের গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা।

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে মায়ের বিষপান করার পরে ছেলের গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা। মা ও ছেলেকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শান্তি রঞ্জন বেপারীর স্ত্রী রেখা বেপারী (৫০)’র সাথে ছেলে ডালিম বেপারীর (২৪) পারিবারিক সমস্যা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে মাকে গালমন্দ করায় ছেলে ডালিমের উপর অভিমান করে মা রেখা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। মা বিষপান করার কথা শুনে ছেলে মায়ের উপর অভিমান করে ছেলে ডালিম ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এঘটনায় বাড়ির লোকজন মা ও ছেলেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে তাদের গুরুতর অবস্থায় সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...