বরিশালের আগৈলঝাড়া থেকে প্রকাশিত সম্প্রীতি সাহিত্য সমাজ ম্যাগাজিনের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে সম্প্রীতি সাহিত্য সমাজের কবি, লেখক, সাহিত্যিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মিলন মেলা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, রোববার বিকেলে উপজেলা সদর ভেগাই হালদার পাবলিক একাডেমীর হল রুমে সম্প্রীতি সাহিত্য সমাজের সভাপতি ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নীল কান্ত বেপারী, কবি মহাদেব বসু, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ মোল্লা, শিক্ষক মোস্তাফিজুর রহমান, সম্প্রীতি সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা সংগঠক শাহ আলম রাঢ়ী, গৌরনদী বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি ও শিক্ষক আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এনামুল হক লিটন, যুগ্ম-সম্পাদক হরেকৃষ্ণ রায় পলাশ, লেখক ও সাংবাদিক এস এম শামীম, প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার, লিপিকা বাড়ৈ, সাবেক প্রধান শিক্ষিকা আভা মুখার্জী, শিক্ষার্থী তিনা আজাদ, অদ্রিজাকর অদ্রি। উল্লেখ্য, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টানে এক সঙ্গে মোরা ঐক্যের বাঁধনে” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার সকল কবি, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক-ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সকল শ্রেণী পেশার গুনীজনদের সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ করে বিভিন্ন বিষয়ে গন সচেতনতা মূলক ও বিভিন্ন দিবস উপলক্ষে সম্প্রীতি সাহিত্য সমাজ ম্যাগাজিনের উদ্যোগে সাহিত্য সাময়িকী বের করা হয়।