More

    বরিশালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৪ মাদক কারবারি

    অবশ্যই পরুন

    বরিশাল নগরে ডিবি পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযান ৫ কেজি ৮ শত গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) নগরের রাজ্জাক স্মৃতি (কেডিসি)কলোনী ও বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) ও বরিশাল র‌্যাব-৮ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    ডিবি পুলিশের সহকারি কমিশনার মোঃ রবিউল ইসলাম শামিম প্রেরিত সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান (পিপিএম-বার) এর নির্দেশনায় বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি (কেডিসি)কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানে মৃত আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম (২৯) কে ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে সহকারি পুলিশ কমিশনার (ডিবি) নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে
    কাউনিয়া থানাধীন ভাটিখানা সেকশন রোডে অভিযান চালানো হয়।

    অভিযানে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি মধ্যম কোনাফুড়া এলাকার মোঃ কামরুজ্জামান মোল্লা (৪২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দক্ষিন কাজলাকাঠী এলাকার মোঃ মকবুল হোসেন মোল্লা (৫৭) কে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

    এদিকে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন অগ্রযাত্রা মার্কেটের সামনের সড়কে অভিযান চালায়। অভিযানে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চরআইচা এলাকার মুনাজ হাওলাদার (২৩)
    কে ৫ শত গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসস্#ি৩৯;র ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে ডিবি পুলিশ বাদী হয়ে কাউনিয়া ও মডেল কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...