More

    বরিশালে তুচ্ছ ঘটনার জেরে হামলায় একই পরিবারের ৫ জন আহত

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলার জাগুয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার সকাল ১০ টায় উপজেলার খয়েরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
    আহতরা হলো ওই এলাকার সত্তার মল্লিক ও তার ছেলে পবন মল্লিক, মাছুম মল্লিক, জসিম মল্লিক এবং তার স্ত্রী শারমিন বেগম।

    স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে জসিম মল্লিকের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছেন সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক। হামলায় অভিযুক্তরা হলো, প্রতিবেশী জব্বার মল্লিকের ছেলে ছোট মল্লিক, নুরুল হক মল্লিক, সোহান মল্লিক, সাইফুল মল্লিক সহ অজ্ঞাত নামা ১০-১২ জন সন্ত্রাসী।

    আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সাত্তার মল্লিক ও তার পরিবারের সাথে প্রতিবেশী ছোট মল্লিক ও তার পরিবারের পূর্ব বিরোধ চলে আসছে। প্রায় সময় ছোট মল্লিক ও তার সহযোগীরা খুঁটিনাটি বিষয় নিয়ে সত্তার মল্লিক ও তার পরিবারকে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

    ঘটনার দিন রবিবার সকালে গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সত্তার মল্লিকের ছেলে জসিম মল্লিকের সাথে প্রতিপক্ষ ছোট মল্লিকের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে জব্বার মল্লিকের ছেলে ছোট মল্লিক ও তার সহযোগী নুরুল হক মল্লিক, সোহান মল্লিক, সাইফুল মল্লিক সহ অজ্ঞাত নামা ১০-১২ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে জসিম মল্লিক কে কুপিয়ে রক্তাক্ত করেন।

    তাকে বাঁচাতে সত্তার মল্লিক ও তার ছেলে পবন মল্লিক, মাছুম মল্লিক, এবং তার স্ত্রী শারমিন বেগম আসলে তাদেরকে ও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে ছোট মল্লিক সহ অন্যান্যরা। এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে নাটকীয় কাদায় নুরুল হক মল্লিক ও তার ছেলে সাইফুল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়।

    এ বিষয়ে মামলা হয়নি তবে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে আহতের স্বজনরা জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফ্যাসিস্ট আ’লীগের একাধিক নেতাকর্মীকে আটক করায় রোষানলে এসআই আবুল কালাম আজাদ!

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে ডেভিল হান্ট অভিযানে একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করায় থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম...