বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প অংশগ্রহনমূলক গ্রামীণ সমীক্ষা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আগৈলঝাড়া এলজিইডি’র আয়োজনে সোমবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আঃ সাত্তার মোল্লা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাস গুপ্ত, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর পক্ষে উপস্থিত ছিলেন এসএম মাসুদ হোসেন, ফিল্ড ইঞ্জিনিয়ার মোঃ আবুল হোসেন, মোসা মিনা, এসএম আসাদুজ্জামান, কমিউনিটি অর্গানাইজার কবিরুল আলম মনির, হিসাব সহকারী মোঃ সোহেল রানা প্রমুখ। প্রশিক্ষনে গ্রামীন অবকাঠামো উন্নয়নে অসহায় ও দুঃস্থ মহিলাদের কাজের উপর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তি, কষক প্রতিনিধি ও এলসিএস সদস্যরা উপস্থিত ছিলেন।