বরিশালের আগৈলঝাড়ায় কৃতি ফুটবলার ও সাবেক শিক্ষক ফণি ভুষণ কর্মকারের প্রথম স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, সোমবার বিকেলে প্রয়াত ফণি ভুষণ কর্মকারের পারিবারিক উদ্যোগে তার নিজ বাড়ি গৈলার কর্মকার বাড়িতে অনুষ্ঠিত স্মরণ সভায় বিবেক কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মরণসভায় স্মৃতি চারণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন জেলা (উত্তর) বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, জেলা শিক্ষক নেতা দাসগুপ্ত আশীষ কুমার, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, গৈলা মনসা মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে, চাঁদশী ঈশ্বর চন্দ্র দে মাধ্যমিক বিদ্যালয়রে সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, গৈলা শিশু নিকেতনের সাবেক প্রধান শিক্ষক সরদার শাহ আলম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস গুপ্ত, গৈলা বাজার পুজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, গৈলা ইউনিয়ন আ’লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম ও প্রয়াত ফনি ভুষণ কর্মকারের ছোট ভাই তরুন কর্মকার, দীলিপ কর্মকারসহ প্রমুখ।
স্মৃতিচারণে বক্তারা গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অফিস সহকারী, কৃতি ফুটবলার ফণি ভূষণ কর্মকারের বর্নাঢ্য জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করে তার আত্মার শান্তি কামনা করেন। প্রসংগত, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে গত বছর ৩১আগস্ট বরিশাল আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী, তিন ছেলে, নাতি নাতনীসহ অগনিত শুভানুধ্যায়ী রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ফণি ভুষণ কর্মকার।