More

    আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া সদর বাজার ও পয়সা বন্দরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। উপজেলা সদর বাজারে মোল্লা ষ্টোরে মেয়াদ উত্তীর্ন মালামাল পাওয়ায় দোকানের মালিক জাকির মোল্লাকে ৬হাজার টাকা, পয়সা বন্দরে অঞ্জন মধুর সারের দোকানে মূল্য তালিকা না থাকায় ৩হাজার টাকা, মধু এন্টারপ্রাইজের মালিক শাওন মধুর দোকানে নিত্যপন্যের গায়ে খুচরা মূল্য না থাকায় ৭হাজার ৫শত টাকা ও ভাই ভাই ষ্টোরে সঠিক নিয়মের মূল্য তালিকা না থাকায় মালিক আবু বকরকে ১ হাজার ৫শত টাকাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার এসআই জসিম উদ্দিন ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...