বরিশালেরর আগৈলঝাড়ায় দোকানের গ্যাস সিলিন্ডারের আগুন লেগে এক ব্যবসায়ীর মুখমন্ডল পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ত্রিমুখী বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে জ্বালাই দেওয়ার সময় গ্যাস বের হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এই সময় ওই দোকানের মালিক প্রশান্ত হালদারের মুখমন্ডলসহ মাথার চুলও পুড়ে যায়। তাকে বাজারের লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।