বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এতিমখানা ও সড়কের পাশে স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দি ইউনাইটেড ক্লাবের আয়োজনে ও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, সরকারী শহীদ আ ঃরব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা সবুজ আকন, সাবেক যুবলীগ নেতা দুলাল সরদার, সরকারী শহীদ আ ঃরব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ ছাত্র সংসদের জিএস মহিবুল মান্নান সজিব, সাবেক শিক্ষার্থী তানজিম খান, আমিনুল ইসলাম, জুয়েল, নাফিজ, রিফাত হোসেন, আমিনুল ইসলাম তুষার প্রমুখ।