বরিশালের আগৈলঝাড়ায় র্পূব বিরোধের জের ধরে এক ব্যাক্তির বিরুদ্ধে ঘরে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত.আব্দুল করিম হাওলাদারের ছেলে মোঃ সৈয়দ আলী হাওলাদার শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে আগুনে পোড়া গন্ধ পেয়ে ঘুম থেকে জেগে উঠে তার বসত ঘরের পাশের রান্না ঘরে আগুন দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে টিনের রান্নাঘর ও রান্না ঘরে ভর্তি থাকা কাঠ পুড়ে যায়। এতে তার আনুমানিক অর্ধলক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে ঘটনার দিন শুক্রবার বিকেলে ওই ঘরের পাশ দিয়ে একই গ্রামের ইব্রাহিম সিকদারকে ঘোরামুরি করতে দেখা যায়। ইব্রাহিম সিকদার রাতের আধারে সকলের আগোচরে ওই রান্না ঘরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগে করেন তিনি। অভিযুক্ত ইব্রাহিম সিকদার বলেন, তার বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগ সস্পূর্ন মিথ্যা ভিত্তিহীন। পূর্ব বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সুশান্ত কুমার সাংবাদিকদের বলেন, আগুনের ঘটনার তদন্ত করে প্রয়োজণীয় ব্যবস্থা নেওয়া হবে।