More

    গৌরনদীতে মাদকদ্রব্যসহ বিক্রেতা হাসান গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ব্যবসায়ী হাসান সরদারকে (৪০) গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
    গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান ও মিনাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর চাঁদশী গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা মোঃ জলিল সরদারের পুত্র হাসান সরদারের ঘরে তল্লাশী চালিয়ে ৭০গ্রাম গাঁজাসহ হাসান সরদারকে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই মিনাজ উদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে গ্রেফতারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৪

    বরগুনার আমতলীতে ক্যারম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে...