বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগাম এর আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হলরুমে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে বিশ্ব জলাতঙ্ক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার, উপজেলা ইপিআই কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান অফিস সহকারী মিজানুর রহমান, উপজেলা হাসপাতালের সিনিয়র নার্স মিনতী রানী হালদার প্রমুখ।