More

    সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনা করে ইউপি সদস্য বজলুর রশীদ এর উদ্যোগে দোয়া মোনাজাত

    অবশ্যই পরুন

    পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র (এমপি) দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল জামে মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।
    উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রশিদের উদ্যোগে বৃহস্পতিবার মাগরিবের নামাজে বাদ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক সরদার, আওয়ামীলীগ নেতা বজলুর রশিদ, সৈয়দ নকিবুল হক, যুবলীগ নেতা কামাল পারভেজ, শরীফ বেপারী, ছাত্রলীগ নেতা সরদার সোহেল রানা, সমাজ সেবক মঞ্জরুল হক মাঝি, মাসুদ মিয়া, মুঞ্জুরুল হক চৌধুরী, জহিরুল ইসলাম সংগ্রাম, সৌরভ হোসেনসহ এলাকার গন্যমানৗ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র (এমপি) দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাঁরাকুপি-কটকস্থল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হামিম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...