বরিশালের আগৈলঝাড়ায় ডাকাতি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সহিদুল ইসলাম হাওলাদারের ছেলে ডাকাতি মামলার পলাতক আসামী মো. সোহাগ হোসেন ওরফে পাপ্পুকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই শাহাবুদ্দিন নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। সে ২০১৩ সালে একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল, যার নং-৪২/১৩। ওই মামলায় তাকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। তখন ওই মামলার আসামী ছিল সোহাগ। সে আদালতে হাজির না হয়ে পলাতক ছিল। একারনে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ওই ওয়ারেন্টের কারনে পুলিশ তাকে গ্রেফতার করেন।
