More

    আগৈলঝাড়ায় তিন জনের বিষপান, দুই জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে পৃথক স্থানে তিন জন বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কোদালধোয়া গ্রামের কামাল ভাট্টির মেয়ে কামরুনাহার (১৫) শনিবার বিকেলে পারিবারিক কলহের কারনে বিষপান করে। পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
    অন্যদিকে শনিবার সীমান্তবর্তী মুন্সিরতাল্লুক গ্রামের সুকদেব বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (১৭) পারিবারিক বিরোধের কারনে ঘরে থাকা কীটনাশক পান করলে মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় রাজু মারা যায়। বৃহস্পতিবার বারপাইকা গ্রামের নিত্যানন্দ বাড়ৈর মেয়ে গীতা বাড়ৈ (২২) পারিবারিক কলহের কারণে বিষপান করলে মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গীতাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...