বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে ডিসি মঞ্চসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বুধবার দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় অবস্থিত দুর্গাসাগর দীঘিতে ডিসি মঞ্চ, পিকনিক স্পট, বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত, শতাধিক কবুতর, হাত ধোয়ার বেসিন ও চারটি নৌকা উদ্বোধন করেন জেলা প্রশাসক।
দুর্গাসাগর দীঘিকে বরিশালের বৃহৎ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে দুর্গাসাগর কে তার প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে এর অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা ট্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন একটি পিকনিক স্পট ডিসি মঞ্চ এর উদ্বোধন করা হলো। পরে ৫ শতাধিক কবুতরের ঘর কবুতর ছেড়ে উদ্বোধন করেন অতিথিরা। দুর্গাসাগর দীঘির জলে শতকেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে আগত দর্শনার্থীদের সুরক্ষায় হাত ধোয়ার বেসিন এর উদ্বোধন করা হয়েছে। সর্বশেষ ভ্রমণপিয়াসী মানুষের জন্য দৃষ্টিনন্দন তিনটি নৌকা দুর্গাসাগর দীঘিতে উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এসময় তিনি বলেন, দুর্গা সাগরের উন্নয়নে এবং পর্যটকদের আকর্ষণ করতে পর্যায়ক্রমে আরও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। এখানে ময়ূর, বিভিন্ন প্রজাতির পাখি, দৃষ্টিনন্দন ব্রিজ ও বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক।
এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম শামীম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।