More

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকদের ফাঁসির দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
    শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার সাহেবের হাট শেখ রাসেল ক্লাব সংলগ্ন মূল সড়কে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

    নাফিজুর রহমান নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. তরিকুল ইসলাম রাসেল, মো. সজল, তানজিল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগ নেতা মো. আকাশ, জাহিদুল ইসলাম শুভ, তানজিল হোসেন, মো. মঈন, রাজিব প্রমুখ।

    এসময় বক্তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তার অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছি।

    তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে নিয়ে কটুক্তি করে যাচ্ছে। আমরা বলতে চাই দেশের সাধারণ জনতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দিয়ে কু-চক্রি মহলের ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিবে। যারা ধর্ষক তাদের কোন জাতি গোষ্ঠী নেই। এরা সমাজের নিকৃষ্টতম নরপশু। আমরা এ সকল নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...