More

    জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

    অবশ্যই পরুন

    রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

    সোমবার (১২ অক্টোবর) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা লোকমান হোসেন সাফিন (২৪) ও একই এলাকার কাজী রাইয়ান রহমান (২১)।

    তথ্য নিশ্চিত করে র‌্যাব-৮ থেকে জানানো হয়েছে, ‘লোকমান হোসেন সাফিন ও কাজী রাইয়ান রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন।

    এছাড়াও তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করতেন বলে স্বীকার করেছেন। পাশাপাশি ইতিপূর্বে গ্রেফতার হওয়া জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ওই দু’জনের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

    র‌্যাব জানিয়েছে, ‘ইতিপূর্বে জেএমবি সদস্য গ্রেফতারের ঘটনায় গত বছরের ২১ আগস্ট বরিশালের মুলাদী থানায় মামলা দায়ের করা হয়। যার নম্বর ১১। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জের হাজতে প্রেরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় সকল খালের সীমানা চিহ্নিতকরনসহ সাত দফা দাবি বাস্তবায়নে নদী তীরে সংবাদ সম্মেলন

    কলাপাড়া প্রতিনিধি:সকল খালের সীমানা চিহ্নিতকরণ, তালিকা তৈরি, দখল—দূষণ মুক্ত করে কৃষিকাজের উপযোগী রাখাসহ সাত দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ...