More

    আগৈলঝাড়ায় শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন।

    অবশ্যই পরুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে রোববার বাদ আসর উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। শেখ রাসেলের জন্মদিনের দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শকুল সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁন, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুরাদ শিকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড.আবুল কাসেম সরদার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সাংবাদিকদের বলেন,১৯৭৫ সালের ১৫আগষ্ট ঘাতকদের বুলেটের আঘাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শেখ রাসেলকে হত্যা করা না হলে আজ তার বয়স হত ৫৭বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলকে হত্যা করা না হলে দেশ আজ আরও উন্নত হত। পরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো.ফজলুল হক দোয়া-মিলাদ পরিচালনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...