বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইক চালককে নেশাজাতীয়দ্রব্য খাইয়ে অজ্ঞান করে কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে গাড়ী ছিনতাই করে নিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের আকবর সরদারের ছেলে ইজিবাইক চালক শামীম সরদারকে ইচলাদী ষ্ট্যান্ড থেকে শনিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা যাত্রীবেশে আগৈলঝাড়ার পয়সারহাটে যাওয়ার জন্য ভাড়া করে। ওই যাত্রীবেশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গাড়ীতে উঠার পরে চালক শামীমকে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়। পরে গাড়ী চালিয়ে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়রের আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের সুরেশ উকিলের বাড়ির সামনে এসে ফাঁকা জায়গা পেয়ে শামীমকে কুপিয়ে হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে গাড়ী ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে লোকজন তাকে হাত-পা বাঁধা দেখে ইউপি সদস্য মশিউরকে সংবাদ দিলে সে পুলিশের এসআই ফোরকানকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক চালক শামীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। রোববার বিকেল ৪টা পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা.বখতিয়ার আল মামুন।