More

    বরিশালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ

    অবশ্যই পরুন

    প্রগতিশীল ছাত্রদের ধর্ষণ বিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা ও মহানগর। আজ রোববার বেলা ১১টায় অশি^নী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বরিশাল জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনিষা চক্রবর্তী, ছ্রাত্র ফ্রন্ট সদস্য অর্প হাসান,বিজন সিকদার,প্রতিভা রায়, লামিয়া সাইমন সাইমন প্রমুখ।

    এখানে বক্তারা বলেন, ঢাকা থেকে নোয়াখালী যাবার পথে ফেনীতে প্রগতিশীল ছাত্রজোটের ধর্ষণ বিরোধী লংমার্চে সরকার দলীয়দের হামলা কি অর্থ বহন করে তা দেশবাসীর কাছে স্পষ্ট হয়েছে।

    এতে বুঝা যায় তাদের ছত্রছায়ায় থাকা ধর্ষক ও নীপিড়নকারীদের তারা রক্ষা করতে চায়। তাই হামলাকারীদের দৃষ্টান্তমূলত শাস্তি এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিকার চান বক্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...