More

    আগৈলঝাড়ায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক জহিরুল হকের পিতা আ. মালেক হাওলাদার (৮০) বার্ধক্য জনিত কারনে বৃহস্পতিবার দিবাগত রাত ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সাংবাদিক এস এম শামীমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...