More

    আগৈলঝাড়ায় বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন স্থানে মেলা বসছে

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ৫দিন ব্যাপী ১শত ৬০টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাপূজা সমাপ্ত হয়েছে। দেবী বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমী উপলক্ষে প্রতিবছরের মত গতকাল সোমবার উপজেলার বাহাদুপুর স্কুলমাঠে সকাল থেকেই মেলা বসেছে। এছাড়াও বিজয়া দশমী উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের আস্কর, বারপাইকাসহ বিভিন্ন স্থানে মেলা শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে এসব মেলা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সী নারী-পুরুষের আগমন হয়। এসব মেলায় সকাল ১০টা থেকে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায়। শিশু থেকে সকল বয়সী নারী পুরুষের সমাগম ঘটে এই মেলায়। নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত থাকে এই মেলায়। মেলার শান্তি শৃংখলার জন্য মেলা কমিটির নিজস্ব স্বেচ্ছা সেবক দল রয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার। এসময় দূর্গাপূজা উপলক্ষে গৈলা কর্মকার বাড়ির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...