বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর খালের উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।
সূত্রে জানা গেছে বরিশাল জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খালের উপর বা অবৈধ স্থাপনা পর্যায়েক্রমে উচ্ছেদ করা হবে।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসান। জানা যায়, রায়পাশা কড়াপুর খালের উপর অবস্থিত ৮টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে ।
এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসান।