More

    মহানবীকে কটুক্তির প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

    অবশ্যই পরুন

    ফ্রান্সের রাষ্ট্রপ্রধান কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ)’র ব্যঙ্গচিত্র ও কটুক্তির প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় ইমাম, মুসল্লী ও তৌহিদী জনতার নেতৃত্বে দলমত নির্বিশেষে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল ওয়াপদা সড়কের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হয়। পরে আগৈলঝাড়া-বাশাইল-ডাসার সড়কের বাশাইল ওয়াপদা সড়কে মানবন্ধন শেষে হাফেজ মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাশাইল হাফেজীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহাবুদ্দিন, মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা রাশেদুল ইসলাম, বাশাইল হাট জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষক মোস্তফা শিকদার, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা ইমরান ফকির, স্থানীয় মুসল্লী রুবেল, মাসুদ ফকিরসহ প্রমুখ। এসময় বিভিন্ন মসজিদের মুসল্লীসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহন করেন। এ সময় ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ ফ্রান্সের প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালতে ফাঁসির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্দ তৌহিদী জনতা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মহাসড়কে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে প্রাণ গেল তরুণের

    বন্ধুরা মিলে মহাসড়কে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালানোর সময় সিরাজগঞ্জের শাহজাদপুরে এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছেন।...