বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী গৈলা কবি বিজয় গুপ্তের মনসা মন্দির পরিদর্শন করেন বরিশাল ট্যুরিস্ট পুলিশ। জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার গৈলায় অবস্থিত কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরে পরিদর্শনে আসেন ট্যুরিস্ট পুলিশের বরিশাল জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক বুলবুল আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের এসআই কামরুল আহসান, নায়েক সাহাদাৎ হোসেন, হাফিজুল ইসলাম, জাবের হোসেন, বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি দাশ গুপ্ত আশীষ কুমার, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, মনসা মন্দির উন্নয়ন ও সংরক্ষন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারক চন্দ্র দে, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল প্রমুখ।