সারাদেশে সংখ্যা লঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল চন্দ্র কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদারসহ অনেকে।
বক্তারা মুরাদনগর পার্বতীপুরে হামলার সঠিক বিচার ও অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকিদাতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা সহ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করার দাবী জানান।
