More

    বাবুগঞ্জে মাস্ক না পরায় বিভিন্ন জনকে ১৬ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    শীতে করোনাভাইরাসের প্রকোপ কমাতে সর্বসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূল

    ক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
    মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর ও খানপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।

    অভিযানের সময় মাস্ক না পরায় পথচারী মো: খালেক আকন, খলিল খান, মোসাঃ ইয়াছমিন আক্তার, মিন্টু মোল্ল‍া ও আবির হাওলাদার প্রত্যেককে ৫ শত টাকা করে, মাইনউদ্দিন খান নামক এক মাহিন্দ্র চালককে ১০ হাজার এবং একটি গণপরিবহনের যাত্রীরা মাস্ক না পরার দায়ে এর চালক কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...