More

    আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবুল হাশেম

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইঊএনও) হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবুল হাশেম। মঙ্গলবার সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে বিদায়ী নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেমকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ইঊএনও মোহাম্মদ আবুল হাশেম বুধবার সকাল থেকে তার অফিসে কার্যক্রম শুরু করেন। এর আগে তিনি ঢাকায় পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। সরকারের সকল কার্যক্রম ও উন্নয়ন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...