More

    কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরের ধুলাসার মোহনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে জাহিদুল খানের (৪৫) মরদেহ উদ্ধার করেছে জেলেরা। সোমবার দুপুরে সাগর থেকে উদ্ধার জেলের মরদেহ লালুয়া ইউনিয়নের বুড়াজালিয়া নিয়ে আসে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।
    কলাপাড়া থানার এস আই আলমগীর হোসেন জানান, গত ৫ নভেম্বর বুড়াজালিয়া গ্রামের এফ বি সরোয়ার ট্রলারে করে ১৪ জেলে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যায়। রোববার রাত দশটার দিকে বঙ্গোপসাগরের ধুলাসার মোহনায় সাগরে জাল ফেলে ট্রলারে বসে জেলেরা রাতের খাবার খাচ্ছিলো। এসময় পায়রা বন্দর গামী একটি জাহাজ তাদের ট্রলারের পাশ দিয়ে চলে যাওয়ায় প্রচন্ড ঢেউয়ের আঘাতে জাহিদুল ট্রলার থেকে পড়ে স্রোতের টানে ভেসে যায়। এসময় ট্রলারের জেলেরা অন্য মাছ ধরা জেলেদের সহায়তায় প্রায় এক ঘন্টা পর জাহিদুলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে সোমবার দুপুরে তার গ্রামের বাড়ি লালুয়ার চান্দুপাড়া নিয়ে আসে।
    এরআগে ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের সময় ট্রলার ডুবিতে নিহত জাহিদুলের ছেলে কাওসার নিখোঁজ হয। তার মরদেহ এখনও খুঁজে পায়নি। পুলিশ জানায় ময়নাতদন্তে পরিবারের সম্মতি না থাকায় মরদেহের সুরতহাল শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
    এরআগেও পায়রা বন্দর গামী একাধিক জাহাজ রাবনাবাদ নদী ও বঙ্গোপসাগরের ধানখালী, লালুয়া, ধুলাসার মোহনা থেকে দ্রুত গতিতে নিয়ন্ত্রনহীন ভাবে চলাচলের কারনে একাধিক ট্রলার ও নৌকা ডুবিতে প্রানহানীর ঘটনা ঘটেছে। জেলেদের দাবি, পায়রা বন্দরগামী জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌ রুট করে দেয়া হোক। যেখানে কোন যাত্রী বা মাছ ধরা ট্রলার চলাচল করবে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...