More

    মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরিশালের গৌরনদীর মিয়ারচর নূরানী কিন্ডারগার্টেন মাদ্রসা, ইমাম, আলেম, ওলামা ও তাওহীদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
    গতকাল শুক্রবার জুম্মা নামাজ বাদে মিয়ারচর নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিয়ারচর বাজার দিয়ে নোলগোরা হয়ে মিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ মারফদুুল্লাহ, শিক্ষক মাওলানা মোঃ ইব্রাহীম খলিল, মাওলানা আঃ রাজ্জাক, মাওলানা আঃ হান্নান, মাওলানা আবুল হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, অবিলম্বে সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্টদুতকে তলব করে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানানোর আহবান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জণ করার দাবী জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...