More

    কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার

    অবশ্যই পরুন

    পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চিরাপাড়া গ্রামের একটি ঘর থেকে পাঁচ কেজি গাঁজাসহ মাদক কারবারি আলম হাওলাদার(৬০) এবং তার ছেলে নাসিম ওরফে রেজাউল( ২০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
    মঙ্গলবার দুপুরে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা কারবারি আলম হাওলাদারের ঘরের পাশের একটি গর্তের ভিতর থেকে বিস্কুটের টিনের বাক্সে পলিথিন ব্যাগে স্কচটেপ পেঁচানো অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
    তিনি আরও জানান, গ্রেফতার মাদক কারবারি নাসিমকে এর আগেও কাউখালী থানার পুলিশ ইয়াবা সহ গ্রেফতার করেছিল। তবে জামিনে বেরিয়ে তিনি আবারও গাঁজা কারবারিতে জড়িয়ে পড়েন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...