বরিশালরে গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামে প্রতিপক্ষকে দমন করার জন্য মরিয়া হয়ে উঠেছে হারুন ফকিরের পুত্র মোঃ হাফিজুর রহমান। একই গ্রামের বাসিন্দা হাবুল খাঁন এর সাথে দীর্ঘদিনের জমির বিরোধ চলতেছিল। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মানিক খান, ইউপি সদস্য সরোয়ার হোসেন ও আলাউদ্দিন হাওলাদার, অহিদুল সেরনিয়াবদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা সালিশ বৈঠকের মাধ্যামে দলিল অনুযায়ী দখল বুঝিয়ে দেন। কিন্তু প্রতিপক্ষ মোঃ হাফিজুর রহমান কোন কিছু তোয়াক্কা না করে হাবুল খানকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি প্রদান করেন। এ ঘঁটনায় হাবুল খান গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ দিলে হাফিজুর কৌশলে তার নীজ জমিতে লাগানো চাঁরাগাছসহ জমির সিমান উপরে ফেলে প্রতিপক্ষ হাবুল খাঁনকে দমনের নতুন কৌশল অবলম্বন করে।