More

    আগৈলঝাড়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে গতকাল রোববার সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম’র সভাপতিত্বে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, সুভাষ চন্দ্র মন্ডল, মনোতোষ সরকারসহ প্রমুখ। পরে উপজেলার ৫টি ইউনিয়নের ১হাজার ৭শত ৭৫জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সরকারের কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামুল্যে রাসায়নিক সার ও বিভিন্ন ধরণের বীজ বিতরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...