দৈনিক যুগান্তরের গৌরনদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন এর বড় ভাই ও মাইটিভি গৌরনদী প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার ভাইগ্না ফিরোজ বেপারী মঙ্গলবাড় সন্ধ্যায় কটকস্থল বাসষ্টানে রাস্তা পারাপারের সময় দ্রতগামি মটরসাইলের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে পরে বরিশালে নেওয়া হয়।