বরিশালের আগৈলঝাড়ায় দুধের সন্তান রেখে দরিদ্র ভ্যান চালকের স্ত্রী তিন সন্তানের জননী লাপাত্তা। এব্যাপারে দরিদ্র ভ্যান চালক আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরী করেছেন। জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের দরিদ্র ভ্যান চালক মোঃ খলিল সরদারের স্ত্রী রাশিদা বেগম (২৮) গত ১৪ নভেম্বর সকালে বাশাইল গ্রামে যাওয়ার কথা বলে নিখোঁজ রয়েছেন। খলিল সরদার জানান, আমার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। মেয়ের বয়স মাত্র ১১ মাস। আমার স্ত্রী চলে যাওয়ায় আমার ১১ মাসের দুধের কণ্যা সন্তানকে নিয়ে আমি বিপাকে পড়েছি। নিখোঁজের ১৭দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সম্ভব্য সকল আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন হদিস মেলেনি। এব্যাপারে দরিদ্র ভ্যান চালক মোঃ খলিল সরদার গত ২২ নভেম্বর আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরী করেছেন। যার নং-৮৭৬।