More

    উজিরপুরে পুলিশের উপর হামলা

    অবশ্যই পরুন

    উজিরপুর থানায় ঢুকে ইভটিজারকে মারধরের চেষ্টা, বাধা দিলে পুলিশের উপর হামলায় ৩ পুলিশ সদস্য আহত, ৫ হামলাকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারী সোমবার দুপুরে ইচলাদী বাসস্টান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক (২৪) কে ইভটিজিং এর অভিযোগে ইভিটিজিং এর শিকার মেয়ের অভিভাবকরা ওই ছেলের পিতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে হামলা চালায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে নোমান ফকির অনিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।ওইদিন দুপুর আড়াইটায় ইভটিজিং এর শিকার শিক্ষার্থীর ভাই মুন্ডপাশা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার(২৪), মাইনুল ইসলাম রাজীব(২৭), সালাম শেখের ছেলে হাসান শেখ(২৬), মোতালেব খানের ছেলে সাইফুল ইসলাম(২৫), শহিদ হাওলাদারের ছেলে সজল হাওলাদার(২৯)সহ ৬/৭ জন থানায় ঢুকে ইভটিজার নোমান ফকির অনিক এর উপর হামলা চালায়। এ সময় কর্তব্যরত এস.আই সুদেব ও এস.আই মাহাবুব এবং এ.এস.আই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় ৫জন হামলাকারীকে আটক করে। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, একটি বিচ্ছিন্ন ঘটনা তবে কেউই আইনের উর্ধ্বে নয়। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    facebook sharing button
    twitter sharing button
    pinterest sharing button
    whatsapp sharing button

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নিষেধাজ্ঞার আগের দিন বরিশালে ‘ইলিশের মেলা’

    প্রতি বছরের ন্যায় এবারও বরিশাল নগরের পোর্ট রোড বাজারে বসেছে ইলিশ মেলা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার ২২ দিনের...