More

    লঞ্চের ধাক্কায় নিখোঁজের ৬ দিন পর মিললো জেলের লাশ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে অ্যাডভেঞ্চার-১১ লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ জেলে মনির মৃধার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পরে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় তেুঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    মৃত মনির মৃধার বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে তেঁতুলিয়া নদীর বাদামতলীর এলাকায় অ্যাডভেঞ্চার-১১ লঞ্চের ধাক্কায় মাছধরা নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা জেলে রাসেল ও জসিম উদ্দিন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মনির মৃধা। অনেক খোঁজের পর সকালে ধুলিয়া লঞ্চঘাটে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

    বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকায় চলন্ত একটি বিআরটিসি বাসে ভয়াবহ...